আজকের দিন তারিখ ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব জেলেনস্কি কিছু শুনতে চাননি, ইউক্রেনে রুশ আগ্রাসন প্রসঙ্গে বাইডেন

জেলেনস্কি কিছু শুনতে চাননি, ইউক্রেনে রুশ আগ্রাসন প্রসঙ্গে বাইডেন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১১, ২০২২ , ৫:১৩ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :   মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের আগে তিনি দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সতর্ক করেছিলেন। কিন্তু জেলেনস্কি তা শুনতে চাননি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠানে স্থানীয় সময় শুক্রবার তিনি এ মন্তব্য করেন। খবর এনডিটিভির। ইউক্রেনে যে হামলা হতে পারে, তা নিয়ে আগে থেকেই যুক্তরাষ্ট্রের কাছে তথ্য ছিল জানিয়ে জো বাইডেন বলেন, ‘আমি জানি, অনেক লোক ভেবেছিল যে, আমি অতিরঞ্জিত করে বলছি।’ বাইডেন বলেন, ‘কিন্তু আমি জানতাম যে, আমাদের কাছে (মূল্যায়ন) টিকিয়ে রাখার জন্য তথ্য আছে।’ তিনি বলেন, ‘(রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন) সীমান্তে (সীমান্তের অভ্যন্তরে) যেতে চলেছেন। এতে কোন সন্দেহ নেই। কিন্তু ভলোদিমির জেলেনস্কি এটা শুনতে চাননি, বা অনেক লোক এটা শুনতে চাননি। আমি জানি কেন তারা এটা শুনতে চাননি, কিন্তু সে ভেতরে (সীমান্তের) প্রবেশ করেছে।’

গত ফেব্রুয়ারির শেষদিকে পুতিন ইউক্রেনের বিরুদ্ধে ‘বিশেষ অভিযান’ ঘোষণার আগে যুক্তরাষ্ট্র এ আক্রমণের বিষয়ে রাশিয়ার প্রস্তুতি নিয়ে সতর্কতা বাড়াতে শুরু করে। সতর্কতাগুলো অবিশ্বাসের সাথে দেখা হয়েছিল। এমনকি তখন কিছু ইউরোপীয় মিত্রদের কাছ থেকে পর্দাহীন সমালোচনাও এসেছিল, যারা সে সময়ে যুক্তরাষ্ট্রকে খুব সংশয়বাদী বলে মনে করেছিল।