আজকের দিন তারিখ ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// ঘরমুখী মানুষের ভিড়, জমজমাট বাস টার্মিনাল

ঘরমুখী মানুষের ভিড়, জমজমাট বাস টার্মিনাল


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৫, ২০২৪ , ২:১৮ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক : আর কয়েক দিন পরই পবিত্র ঈদুল ফিতর। পরিবারের সঙ্গে দিনটি উদযাপন করতে ঢাকা ছাড়তে শুরু করেছেন অনেকেই। ইতোমধ্যে ঘরমুখো যাত্রীদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে গাবতলীসহ রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল। সরেজমিনে দেখা যায়, ঈদযাত্রায় বাড়ি ফেরার জন্য গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের বেশ ভিড়। মূলত এ ভিড় গতকাল বিকেল থেকে শুরু হয়েছে। যার রেশ সাপ্তাহিক ছুটির দিন সকালেও রয়ে গেছে। এ বাস টার্মিনাল থেকে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বাস বেশি ছেড়ে যায়। কাউন্টারগুলোর সামনে হাঁকডাকে ব্যস্ত পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা। যারা আগে টিকিট কেটেছেন তারা নিজ গন্তব্যের গাড়ির জন্য পরিবার-পরিজন নিয়ে অপেক্ষা করছেন। আর যারা টিকিট কাটেননি সেরকম যাত্রী দেখামাত্রই কাউন্টারগুলো থেকে হাঁকডাক দিতে থাকে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ অথবা ১১ এপ্রিল ঈদ উদযাপিত হতে পারে। সরকারিভাবে ঈদের ছুটি শুরু হবে ১০ এপ্রিল থেকে। তবে অনেকে পরে ভিড় হওয়ার শঙ্কায় পরিবার আগেই বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। কাউন্টার-সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটি শুরু হলে এখনকার তুলনায় যাত্রীর সংখ্যা আরও বৃদ্ধি পাবে। ঢাকা থেকে বগুড়াগামী শাহ ফতেহ আলী পরিবহনের কাউন্টার ম্যানেজার আব্দুল হালিম বলেন, গতকাল সকালে যে ভিড় থাকার কথা সে ভিড়টা নেই। যাত্রীদের চাপ গত কয়েক বছরের তুলনায় কম। হয়তো ছুটির পরে ভিড় বাড়বে। পাবনা এক্সপ্রেস কাউন্টারের মোসলেম উদ্দিন জানান, আজ সকালে পাবনার উদ্দেশে তাদের ৬টি বাস ছেড়ে গেছে। তবে সবগুলো বাসে পরিপূর্ণ যাত্রী হয়নি। অর্থাৎ কিছু সিট খালি রেখেই বাস ছেড়েছে। কুষ্টিয়াগামী হানিফ এন্টারপ্রাইজের টিকিট ম্যানেজার বিপুল আহমেদ জানান, পরিবারসহ যাত্রী এলে টিকিট কেটে বাসে যাচ্ছেন। আর যারা সিঙ্গেল আসছেন তারা লোকাল বাসে যাওয়ার চেষ্টা করছেন। তবে ঈদযাত্রায় ভালো পরিবহনে যাওয়ায় ভালো। এদিকে ভিন্ন চিত্র দেখা গেছে, গাবতলীর লোকাল বাসগুলোতে। শুক্রবার সকাল থেকে লোকাল বাসগুলো সিট পূর্ণ করেই বাস ছেড়েছে। মুহূর্তের মধ্যে লোকাল বাসের যাত্রী পরিপূর্ণ হচ্ছে। জানতে চাইলে পাটুরিয়াগামী সেলফি পরিবহনের চালক সাব্বির হোসেন জানান, আমাদের বাসে ভাড়া বাড়েনি। ২০০ টাকায় গাবতলী থেকে পাটুরিয়া ঘাটে যাচ্ছি খুব দ্রুত সময়ে। এদিকে গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের নিরাপত্তায় পুলিশ কন্ট্রোল রুম খোলা হয়েছে। যেকোনো সমস্যা যাত্রীরা তাৎক্ষণিক পুলিশের সেবা নিতে পারবে। এছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভিজিলেন্স টিম রয়েছে গাবতলীতে।