আজকের দিন তারিখ ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ‘গুলশান চাকা’ বাসে হাফ ভাড়ার দাবি শিক্ষার্থীদের

‘গুলশান চাকা’ বাসে হাফ ভাড়ার দাবি শিক্ষার্থীদের


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৩, ২০২২ , ৩:২৩ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে ডেস্ক :  বাসে হাফ ভাড়ার দাবিতে বনানীর সড়কে অবস্থান কর্মসূচি পালন করছে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজেরর শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ আগস্ট) বেলা ১২ টা থেকে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছে। কলেজের শিক্ষার্থী মুজাহিদ হাসান বলেন, গুলশান, বনানী, নতুনবাজার রোডে গুলশান চাকার যে বাসগুলো চলাচল করে তারা শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেয় না। হাফ ভাড়ার দাবিতে আমরা অবস্থান নিয়েছি। দাবি মানা না হলে আমরা আন্দোলনে যাব। তিনি বলেন, প্রতিদিন প্রায় হাজার খানেক শিক্ষার্থী যাতায়াত করে এই পথে। আড়াই কিলোমিটার রাস্তার ভাড়া ৩০ টাকা নেওয়া হচ্ছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বলেন, শিক্ষার্থীরা হাফ ভাড়ার দাবিতে সড়কের পাশে অবস্থান করছে। তবে বাস সংশ্লিষ্টরা বলেছেন, শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়াই নেওয়া হয়। তারপরও বিষয়টি আমরা খতিয়ে দেখছি।