আজকের দিন তারিখ ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২১, ২০২১ , ১২:৩৯ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : ফাইল ছবিস্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ‘ক’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহবায়ক ও শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। যারা অংশগ্রহণ করেছিল তাদের সকলের ফলাফল বুধবার বিকেলে আমরা দিয়েছি। শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবে। তিনি আরও বলেন, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো এখন আলাদাভাবে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের আলোকে শিক্ষার্থী ভর্তি করতে পারবে। আমাদের বিশ্ববিদ্যালয়েও দ্রুত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু করা হবে।
এদিকে গত ১৭ই অক্টোবর বিজ্ঞান শাখায় ‘ক’ ইউনিটে মোট বাছাইকৃত ১ লাখ ৩১ হাজার ৯০১ জন শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের গুচ্ছ পরীক্ষা আবেদন প্রক্রিয়া শেষে বাছাইকৃত পরীক্ষার্থী ২ লাখ ৩২ হাজার ৪৫৫ জন।