আজকের দিন তারিখ ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব গিনিতে ভয়ানক মারবুর্গ ভাইরাস শনাক্ত

গিনিতে ভয়ানক মারবুর্গ ভাইরাস শনাক্ত


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১০, ২০২১ , ১২:৩২ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) সোমবার জানিয়েছে, পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে এক ব্যক্তির দেহে ভয়ানক মারবুর্গ ভাইরাস শনাক্ত হয়েছে। এ ভাইরাসটি করোনা ও ইবোলা ভাইরাসের মতো সংক্রামক ও প্রাণঘাতি। মঙ্গলবার এনডিটিভি এ খবর জানিয়েছে। এ ভাইরাস পশু থেকে মানবদেহে ছড়াতে সক্ষম উল্লেখ করে হু জানিয়েছে, গত ২ আগস্ট গিনির দক্ষিণাঞ্চলে এক ব্যক্তি অসুস্থ হয়ে মারা গেলে তাকে পরীক্ষা করে মারবুর্গ ভাইরাস শনাক্ত হয়।

হু এর বিজ্ঞানীরা বলছেন, ভাইরাসটিতে আক্রান্তদের মধ্যে মৃত্যু হার ৮৮ শতাংশ; অর্থাৎ এ ভাইরাসে আক্রান্ত হওয়া প্রতি ১০০ জনের মধ্যে ৮৮ জনেরই মৃত্যু হতে পারে। হু এর আফ্রিকা অঞ্চলের পরিচালক ড. মাৎশিদিসু মইতি জানান, এ ভাইরাসটি দূরে কাছে – অনেক স্থানে ছড়িয়ে পড়তে সক্ষম। এর গতিবিধি লক্ষ্য রাখতে হবে এবং ঠেকাতে হবে।

গিনিকে দুই মাস আগে ইবোলামুক্ত ঘোষণা করেছে হু। ইবোলার দ্বিতীয় ঢেউয়ে গিনিতে গত বছর অন্তত ১২ জনের প্রাণহানী হয়েছে।