আজকের দিন তারিখ ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় গাজীপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে শতাধিক ঘর-বাড়ি

গাজীপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে শতাধিক ঘর-বাড়ি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০২১ , ১১:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা হরিনহাটি বিশ্বাসপাড়া এলাকায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে শতাধিক ঘর-বাড়ি। সোমবার রাতে থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মুষলধারে বৃষ্টির পানিতে এই অবস্থার সৃষ্টি হয়।
হরিনহাটি এলাকার আরিফ হোসেন, শামসুল হক, আলমগীর হোসেন জানান, বৃষ্টির পানিতে ঘরবাড়ি তলিয়ে গেছে। ড্রেনেজ ব্যবস্থায় ময়লা আটকে থাকায় পানি বের হতে না পারায় এলাকায় প্লাবিত হয়েছে। ঘরের ভিতরে ৩-৪ ফিট পানি উঠে পড়ে গেছে আমরা খুব ভোগান্তিতে আছি।
কালিয়াকৈর পৌরসভা প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার জানান, কিছু এলাকায় নিচু থাকায় বৃষ্টির পানি জমে গেছে। আমাদের লোকজন সেখানে পানি নিষ্কাশনের জন্য সকাল থেকেই কাজ করছেন অতি তাড়াতাড়ি পানি চলে যাবে।