আজকের দিন তারিখ ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় কারো কোনো গাফিলতি সহ্য করা হবে না: সিইসি

কারো কোনো গাফিলতি সহ্য করা হবে না: সিইসি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ৪, ২০২১ , ৪:১০ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে ডেস্ক : চলমান স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা এড়াতে এবং নির্বাচন সুষ্টু করতে আইন শৃঙ্খলা বিষয়ক বৈঠকে বসেছে কমিশন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) বেলা ১২ টা নাগাদ সিইসি কেএম নূরুল হুদার নেতৃত্বে এ বৈঠক চলছে অনলাইনে। জুমে যুক্ত হয়ে দেশের বিভিন্ন জোনের ডিআইজি, প্রতিটি বাহিনীর প্রধানসহ চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ উর্দ্ধতন কর্তৃপক্ষ বৈঠকে অংশ নিয়েছেন। প্রত্যেকে তার নিজ নিজ এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সম্ভাব্য নির্বাচনের ঝুঁকি, সহিংসতা নিয়ে আলোচনা করছেন।

বৈঠকের প্রথমে সিইসি আইনশৃংখলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে কঠোরভাবে নির্বাচনী সহিংসতা বন্ধের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, কারো কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না। কোনো ধরনের গাফিলতির প্রমান পেলে আইনানুগ ব্যবস্থা নেবে ইসি। বৈঠকটি দুপুরের নামাজের পরেও আবার চলবে বলে ইসি সূত্রে জানা গেছে।