আজকের দিন তারিখ ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব কানাডায় তাপপ্রবাহে ৪৮৬ জনের মৃত্যু

কানাডায় তাপপ্রবাহে ৪৮৬ জনের মৃত্যু


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১, ২০২১ , ২:৫১ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  কানাডায় গত পাঁচ দিনে তাপপ্রবাহে অন্তত ৪৮৬ জন মারা গেছেন। বিশেষ করে কানাডার পশ্চিমাঞ্চলের প্রদেশগুলোতে মৃত্যুর ঘটনা ক্রমেই বাড়ছে। নজিরবিহীন এ পরিস্থিতিতে বয়স্ক লোকজন বেশি মৃত্যু ঝুঁকিতে রয়েছেন। বৃহস্পতিবার আল জাজিরা এ খবর জানায়। কানাডার ব্রিটিশ কলম্বিয়া অঙ্গরাজ্যের প্রশাসনিক কর্মকর্তা লিসা ল্যাপোয়িন্টি বলেন, গত শুক্রবার থেকে স্থানীয় সময় বুধবার বিকেল পর্যন্ত তাপপ্রবাহে ৪৮৬ জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, এটা একটা প্রাথমিক হিসেব; মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মৃতদের মধ্যে অধিকাংশই বয়স্ক লোকজন।

এরই মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করেছে কানাডা। গত মঙ্গলবার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের লাইটনে দেশটির সর্বোচ্চ তাপমাত্রা ৪৯ দশমিক ৬ সেন্টিগ্রেড রেকর্ড করা হয়। এটি দেশটির সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড। এর আগে কখনোই কানাডার তাপমাত্রা ৪৫ সেন্টিগ্রেডের ওপরে ওঠেনি।

শীতপ্রধান দেশ কানাডায় এ ধরণের তাপপ্রবাহের জন্য জলবায়ু পরিবর্তনকে দোষারোপ করছেন অনেক আবহাওয়াবিদ ও বিজ্ঞানী। তাদের মতে, পৃথিবীর উষ্ণতা বেড়ে যাওয়ায় নজিরবিহীন এ ধরণের সংকট সৃষ্টি হচ্ছে।