আজকের দিন তারিখ ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব করোনা: ভারতে বেড়েছে শনাক্ত ও মৃত্যু

করোনা: ভারতে বেড়েছে শনাক্ত ও মৃত্যু


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৬, ২০২১ , ১১:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  চার দিন পর ভারতের দৈনিক কোভিড সংক্রমণ ৩০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৫৭০ জন। পুরো মহামারি পর্বে ভারতে মোট আক্রান্ত হলেন ৩ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ৩২৫ জন। খবর আনন্দবাজার অনলাইনের।  আক্রান্তের পাশাপাশি ভারতে বেড়েছে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ভারতে প্রাণ হারিয়েছেন ৪৩১ জন। ১৩ দিন পর দৈনিক মৃত্যু আবার ৪০০ ছাড়াল। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৩ হাজার ৯২৮ জনের।

তবে গত কয়েক দিন ধরে আক্রান্ত কম হওয়ায় ভারতে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। কমতে কমতে তা আবার নেমেছিল সাড়ে তিন লাখের নিচে। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ৪২ হাজার ৯২৩ জন। রাজ্যগুলোতে আক্রান্তের সংখ্যা একই রকম রয়েছে। গত ২৪ ঘণ্টায় কেরালায় ১৭ হাজার ৬৮১ জন আক্রান্ত হয়েছেন।

এ ছাড়া মহারাষ্ট্রে ৩ হাজার ৭৮৩ জন, তামিলনাড়েু ১ হাজার ৬৫৮ জন, অন্ধ্রপ্রদেশে ১ হাজার ৪৪৫ জন এবং কর্নাটকে ১ হাজার ১১৬ জন গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে। পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং আসামেও নিয়ন্ত্রণেই রয়েছে সংক্রমণ। তবে মিজোরামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪০২ জন আক্রান্ত হয়েছেন।