আজকের দিন তারিখ ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব করোনা জয়ের কাছাকাছি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

করোনা জয়ের কাছাকাছি যুক্তরাষ্ট্র: ট্রাম্প


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৫, ২০২০ , ৫:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : যুক্তরাষ্ট্র করোনা মাহামারীর বিরুদ্ধে ‘অভূতপূর্ব বিজয়’ অর্জন করতে যাচ্ছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইয়ন টিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। শনিবার (৪ জুলাই) স্বাধীনতা দিবসে তিনি এ কথা বলেন। এসময় ভাইরাসটিকে পরাজিত করার খুব কাছাকাছি চলে এসেছি বলেও জানান তিনি।

তিনি বলেন, করোনা মোকাবিলায় বিশ্বের অন্য যে কোনও দেশের চেয়ে ভাল অবস্থানে রয়েছি যা ইতিহাস সৃষ্টি করবে। এর আগে চীন থেকে আসা ভয়াবহ প্লেগের মুখোমুখি হয়েছিলাম এবং এখন আমরা এ থেকে বেরিয়ে আসার কাছাকাছি।

যদিও এর একদিন আগে ফ্লোরিডা এবং টেক্সাসের ৫০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন । স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নমুনা পরীক্ষা, চিকিৎসা এবং বর্তমানে সংক্রমিতদের বয়স এবং স্বাস্থ্য বিবেচনায় দেশটির মৃত্যুর হার হ্রাস পেয়েছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় রোববার সকাল পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ লাখ ৩৫ হাজার ৭৭০ জন এবং মারা গেছেন ১ লাখ ৩২ হাজার ৩১৮ জন।