আজকের দিন তারিখ ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন করোনায় মারা গেলেন হলিউড তারকা অ্যান্ড্রু জ্যাক

করোনায় মারা গেলেন হলিউড তারকা অ্যান্ড্রু জ্যাক


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২, ২০২০ , ৫:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : করোনাভাইরাস এবার কেড়ে নিল ‘স্টার ওয়ারস’ সিনেমার অভিনেতা অ্যান্ড্রু জ্যাকের প্রাণ। সিনেমার ভাষা প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন রবার্ট ডাউনি জুনিয়র ও পিয়ার্স ব্রসনানের মতো অভিনেতাদের সঙ্গে। মঙ্গলবার ব্রিটেনের সুরে হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। অ্যান্ড্রু জ্যাকের এজেন্ট জানিয়েছেন, তার করোনার কোনো উপসর্গ ছিল না। কোনো লক্ষণ না থাকায় প্রথমদিকে বোঝা যায়নি। মৃত্যুর দুদিন আগে হাসপাতালে ভর্তির পর তার করোনা আক্রান্তের বিষয়টি ধরা পড়ে। অভিনয়ের পাশাপাশি সিনেমার ভাষা নিয়েও কাজ করেছেন অ্যান্ড্রু। ৮০টিরও বেশি সিনেমায় তিনি কাজ করেছেন। রবার্ট ডাউনি জুরিয়র, পিয়ার্স ব্রম্নসনান, কেট বস্ন্যানচেটের মতো তারকাদের সঙ্গেও তিনি ভাষা নিয়ে কাজ করেছেন। তার এজেন্ট জিল ম্যাককুলাফ জানান, টেমসের একটি পুরানো হাউসবোটে তিনি একা বাস করতেন। জীবন ধারণে খুব স্বাধীনচেতা ছিলেন অ্যান্ড্রু। স্ত্রীকে খুবই ভালোবাসতেন জ্যাক; কিন্তু মৃত্যুকালে তিনি কাছে থাকতে পারেননি। অস্ট্রেলিয়ায় কোয়ারেন্টিনে আছেন তার স্ত্রী। ‘স্টার ওয়ারস : দ্য লাস্ট জেডি’, ‘সোলো : এ স্টার ওয়ারস স্টোরি’ ও ‘স্টার ওয়ারস : দ্য ফোর্স অ্যাওকেনস’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। এর আগে কান্ট্রি মিউজিকের কিংবদন্তি সংগীত তারকা কেনি রজার্স করোনা আক্রান্ত হয়ে মারা যান। করোনায় আক্রান্ত হয়েছেন সস্ত্রীক টম হ্যাঙ্কস, ইদরিস এলবা, ক্রিস্টোফার হিবজু, ইন্দিরা ভার্মা, কণিকা কাপুর প্রমুখ।