আজকের দিন তারিখ ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব করোনায় ‘নাজেহাল’ ভারতে ফের আক্রান্তের নতুন রেকর্ড

করোনায় ‘নাজেহাল’ ভারতে ফের আক্রান্তের নতুন রেকর্ড


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০২০ , ৬:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : করোনা ভাইরাসে ‘নাজেহাল’ ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৯ হাজার ৯৮৭ জন আক্রান্ত হয়েছে। যা একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এর আগের দিন সোমবার দেশটিতে একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ৯ হাজার ৯৮৩ জন। প্রতিনিয়ত দেশটি ভাঙছে আক্রান্তের রেকর্ড। মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে দেয়া তথ্যে জানানো হয়েছে, এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত ২ লাখ ৬৬ হাজার ৫৯৮ জন। যা আক্রান্তের সংখ্যায় বিশ্বে অবস্থান পঞ্চম। করোনায় দেশটিতে সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ২৯ হাজারের বেশি মানুষ। এছাড়া দেশটিতে গত একদিনে করোনায় মারা গেছে ২৬৬ জন। এনিয়ে মোট মৃত্যু সংখ্যা ৭ হাজার ৪৬৬ জন। আক্রান্ত ও মৃতের সংখ্যায় দেশটির শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এই প্রদেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৮৮ হাজারের বেশি জন। এই সংখ্যা করোনায় সর্ব প্রথম আক্রান্ত দেশ চীনের থেকেও বেশি। এছাড়া প্রদেশটিতে মারা গেছে ৩ হাজার ১৬৯ জন। পঞ্চম দফায় দেশটিতে লকডাউনের মেয়াদ বাড়ালেও ইতোমধ্যে তা শিথিল করা হয়েছে। এর পর থেকে হুহু করে বাড়ছে দেশটিতে করোনা আক্রান্ত। গত ৭ দিন ধরে দেশটিতে প্রতিনিয়ত আক্রান্ত হয়েছে ৯ হাজারের বেশি জন। এনডিটিভি।