আজকের দিন তারিখ ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য করোনায় এবার স্বর্ণের চাহিদা বৃদ্ধি

করোনায় এবার স্বর্ণের চাহিদা বৃদ্ধি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১, ২০২০ , ৭:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে ডেস্ক : করোনাভাইরাস এর কারণে এবার স্বর্ণের চাহিদা বাড়ছে বলে জানাগেছে। আরটি এর প্রতিবেদনে এই তথ্য পাওযা গেছে। করোনার কারণে কাগুজে মুদ্রার চেয়ে স্বর্ণই নিরাপদ এই অস্বস্তি পেয়ে বসেছে অর্থনৈতিক মন্দার ভেতরে। গত চার বছরের মধ্যে স্বর্ণের চাহিদা বেড়েছে ৮০ শতাংশ। এই মূহুর্তে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদা রয়েছে ৫৩৯.৬ মেট্রিক টন। প্রথম প্রান্তিকে এমন চাহিদার পেছনে করোনাভাইরাসকেই একমাত্র কারণ বলে মনে করছে দি ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল। কারণ বিনিয়োগকারিদের ভরসা এই ধাতব খ ওপরই। বিশ্বে প্রথম প্রান্তিকে মোট স্বর্ণের চাহিদা বৃদ্ধি পায় ৩ হাজার ১৮৫ মেট্রিক টন। যা গত বছরের একই সময়ে ছিল ১ হাজার ৮৩ মেট্রিক টন। দি ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল আরো বলছে স্বর্ণের বার’এর পিছনে বিনিয়োগ কমেছে ২৪১.৬ মেট্রিক টন (১৯ শতাংশ)। কিন্তু কয়েনের চাহিদা বেড়েছে ৩৬ শতাংশ। কারণ ক্রেতারা নিরাপদ ক্রয় হিসেবে স্বর্ণকেই বেছে নিচ্ছে। তবে স্বর্ণালঙ্কারের চাহিদা কমেছে ৪০ শতাংশ। বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক বিপুল পরিমান র্স্বণ কিনেছে। এর পরিমান হচ্ছে ১৪৫ মেট্রিক টন। করোনাভাইরাসের কারণে স্বর্ণের সরবরাহে ব্যাঘ্যাত ঘটছে। খনিতে স্বর্ণের উৎপাদন কমেছে ৭৯৫.৮ মেট্রিক টন যা গত ৫ বছরে সর্বনিম্নে। অর্থনীতিবিদরা বলছেন স্বর্ণের দর আরো বাড়তে যাচ্ছে। বৃহস্পতিবার স্বর্ণের দাম ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স বিক্রি হয় ১৭১৬.৩৫ ডলার।