আজকের দিন তারিখ ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব করোনায় আক্রান্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী আব্বাসি

করোনায় আক্রান্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী আব্বাসি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০২০ , ৮:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর নেতা ও সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার দেশটির সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। পিএমএল-এন এর মুখপাত্র মরিয়ম আরঙ্গজেব এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শহীদ খাকান আব্বাসি করোনা পজিটিভ এবং নিজ বাসায় কোয়ারেন্টাইনে আছেন। এছাড়া তার পরিবারের অন্যান্য সদস্যদের করোনা পরীক্ষা করা হচ্ছে বলে জানান তিনি। এদিকে দেশটিতে করোনা আক্রান্তের হার ঊর্ধ্বমুখী। গত দুই দিন ধরে প্রতিনিয়ত পাঁচ হাজার করে করোনা রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ১ হাজার ৪৮৭ জন। মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৩২ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৩৩ হাজার ৯৭৬ জন। দেশটিতে করোনা আক্রান্তের শীর্ষে অবস্থান করছে সিন্ধু। প্রদেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৮ হাজারের বেশি জন। এরপরেই অবস্থান প্রাঞ্জাব, খাইবার পাখতুন ও বেলুচিস্তানের। হলেও পরবর্তীতে তা শিথিল করা হয়।