আজকের দিন তারিখ ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় করোনাভাইরাসে প্রথম বিচারকের মৃত্যু : জামালপুরে দাফন সম্পন্ন

করোনাভাইরাসে প্রথম বিচারকের মৃত্যু : জামালপুরে দাফন সম্পন্ন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৫, ২০২০ , ৭:৪৫ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথমবারের মতো এক বিচারকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ফেরদৌস আহমেদ নামের এই বিচারক মারা যান। তিনি লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে কর্মরত ছিলেন। সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাই কোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনাভাইরাসে এটাই প্রথম কোনো বিচারকের মৃত্যু।

ফৌরদৌস আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

এদিকে, বুধবার বেলা ১১টায় জামালপুর শহরে তার নিজ এলাকা দেওয়ানপাড়া ট্রেনিস ক্লাব মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে কেন্দ্রীয় পৌর গোরস্থানে মরদেহ তাকে দাফন করা হয়। জানাজায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম, জামালপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম অংশ নেন।