আজকের দিন তারিখ ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য এটিএম বুথে মস্ত বড়ো সাপ : ভিডিও দেখে আঁতকে উঠছেন নেটিজেনরা

এটিএম বুথে মস্ত বড়ো সাপ : ভিডিও দেখে আঁতকে উঠছেন নেটিজেনরা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১২, ২০২০ , ১০:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে ডেস্ক : অটোমেটেড টেলার মেশিনের (এটিএম) ভেতর বিশাল এক সাপের আস্তানা! স্বাভাবিকভাবে এটি অবিশ্বাস্য হলেও ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদ এলাকার গোবিন্দপুর থেকে ভাইরাল হওয়া একটি ভিডিও দেখে বিশ্বাস না করে উপায় নেই। রোমহর্ষক এই ভিডিওতে দেখা গেছে, মেশিনের সম্মুখভাগে এটিএম কিওস্কের যে ছিদ্র সেখান থেকে সাপটি শরীর গলিয়ে রীতিমতো ভেতরে চলে যাচ্ছে। ভিডিওটি দেখলে গা শিউরে উঠতে বাধ্য। স্বাভাবিক ভাবেই, এমন এক ভিডিও যে ভাইরাল হবে তা বলাই বাহুল্য। গাজিয়াবাদের আইসিআইসিআই ব্যাংকের এটিএম বুথে সাপটি ঢুকে পড়ার পর বাইরে থেকে দরজা বন্ধ করে দেন এক নিরাপত্তা কর্মী। সাপ ঢুকে পড়ার খবরে এটিএমের বাইরে ভিড় জমে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে সাপটি এটিএম যন্ত্রটি বেয়ে উপরে উঠে উপরের এক গর্তে আশ্রয় নিতে চাইছে। ফুটেজে শোনা যাচ্ছে, একজন বলছেন, ‘ওটা ভিতরে ঢুকে গেছে।’ সোশ্যাল মিডিয়া ও হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে ভিডিওটি। এরই মধ্যে ভিডিওটি দেখা হয়েছে হাজার হাজার বার। জমা পড়েছে অসংখ্য কমেন্ট। একজন মজা করে লিখেছেন, ‘বেচারি টাকা তু‌লতে এসেছিল। কিন্তু লোকেরা ওকে ভয় পাইয়ে দিয়েছে।’ পরে সাপটিকে বন বিভাগের কর্মীরা এসে উদ্ধার করেন। তারা খবর পেয়েই দ্রুত সেখানে পৌঁছে গিয়েছিলেন। জেলার বন আধিকারিক দীক্ষা ভান্ডারি জানিয়েছেন, সাপটি বিষধর নয়। সূত্র- এনডিটিভি।