আজকের দিন তারিখ ৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ইউক্রেনে গুতেরেসের প্রচেষ্টায় নিরাপত্তা পরিষদের ‘দৃঢ় সমর্থন’

ইউক্রেনে গুতেরেসের প্রচেষ্টায় নিরাপত্তা পরিষদের ‘দৃঢ় সমর্থন’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৭, ২০২২ , ৪:৪৫ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :   ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রচেষ্টার প্রতি প্রথমবারের মতো ‘দৃঢ় সমর্থন’ জানিয়েছে নিরাপত্তা পরিষদ। শনিবার আল জাজিরার খবরে বলা হয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে ইউক্রেনে ‘বিরোধের’ শান্তিপূর্ণ সমাধানের জন্য মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রচেষ্টার প্রতি ‘দৃঢ় সমর্থন’ প্রকাশ করে।

নিরাপত্তা কাউন্সিলের ওই বৈঠকটি স্বল্প সময়ের জন্য অনুষ্ঠিত হয়। কিন্তু এতে বেশ কিছু ব্যতিক্রম পদক্ষেপ লক্ষ্য করা গেছে। বৈঠকে গৃহীত সংক্ষিপ্ত বিবৃতিতে ‘যুদ্ধ’, ‘সংঘাত’ বা ‘আগ্রাসন’ শব্দ ব্যবহার করা হয়নি। কারণ, অনেক কাউন্সিল সদস্য এটাকে রাশিয়ার সামরিক পদক্ষেপ বলে বর্ণনা করেছেন। তবে মস্কো এটিকে ‘বিশেষ সামরিক অভিযান’ বলে অভিহিত করে থাকে। জাতিসংঘের কাউন্সিলের স্থায়ী সদস্যদের মধ্যে রয়েছে- রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্য। যৌথ বিবৃতিতে বলা হয়, ‘নিরাপত্তা পরিষদ শান্তিপূর্ণ সমাধানের জন্য মহাসচিবের প্রচেষ্টার প্রতি দৃঢ় সমর্থন প্রকাশ করছে।’

জাতিসংঘ প্রধান গুতেরেস নিরাপত্তা পরিষদের এ বিবৃতিকে স্বাগত জানিয়েছেন, যা ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য তার প্রচেষ্টাকে সমর্থন করেছে। গুতেরেস এক বিবৃতিতে বলেন, ‘আজ প্রথমবারের মতো নিরাপত্তা পরিষদ ইউক্রেনে শান্তির জন্য এক কণ্ঠে কথা বলেছে।’ তিনি বলেন, ‘বন্দুক নীরব করতে এবং জাতিসংঘের সনদের মূল্যবোধ সমুন্নত রাখতে বিশ্বকে একত্রিত হতে হবে।’

গুতেরেস সম্প্রতি মস্কো এবং কিয়েভ সফর করেন। সেইসঙ্গে ইউক্রেনে মানবিক করিডোরগুলো উন্মুক্ত করে বেসামরিক লোকজনকে সরিয়ে নেয়ার বিষয়ে জোর দেন।