আজকের দিন তারিখ ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ইউক্রেনে এক হাজারের বেশি ভাড়াটে সেনা পাঠিয়েছে রাশিয়া

ইউক্রেনে এক হাজারের বেশি ভাড়াটে সেনা পাঠিয়েছে রাশিয়া


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: মার্চ ২৯, ২০২২ , ১০:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : ইউক্রেনে এক হাজারেরও বেশি ভাড়াটে যোদ্ধা পাঠিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রতিরোধে যখন রুশ বাহিনী কয়েকটি শহরে পিছু হটতে শুরু করেছে তখন এই ভাড়াটে যোদ্ধা পাঠানোর খবর পাওয়া গেলো। বৃটিশ গোয়েন্দারা জানিয়েছেন, রাশিয়ার সরকার ‘ওয়াগনার গ্রুপ’ নামের একটি সামরিক কন্ট্রাক্টিং প্রতিষ্ঠান থেকে এই যোদ্ধাদের ভাড়া করেছে। এরপর তাদেরকে ইউক্রেনের ডনবাস অঞ্চলে যুদ্ধের জন্য পাঠানো হয়েছে। বৃটিশ এয়ার ভাইস-মারশাল মিক স্মিথ বলেন, এই ভাড়াটে যোদ্ধাদের সঙ্গে সংগঠনটির সিনিয়র নেতারাও থাকবেন। তারা ওই অঞ্চলের রুশ অভিযানের নেতৃত্ব দেবেন। ইউক্রেনে রাশিয়া ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছে এবং তাদের অভিযান স্থগিত হয়ে পড়েছে। তাই রাশিয়া এখন ওয়াগনার যোদ্ধাদের ওপর ভরসা করছে। দ্য নিউ ডেইলির খবরে জানানো হয়েছে, এর আগেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিদেশী যোদ্ধা ও ওয়াগনারের মতো সংস্থাগুলোর কাছে ইউক্রেন যুদ্ধে যোগ দেয়ার আহবান জানিয়েছিলেন। উল্লেখ্য, ওয়াগনারের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমা দেশগুলো। পশ্চিমা কর্মকর্তারা বলছেন, ইউক্রেন যেভাবে রাশিয়ার বাহিনীকে ঠেকিয়ে দিয়েছে তা বিস্ময়কর। ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দুই সপ্তাহেরও বেশি সময় পর শান্তি আলোচনা বসতে চলেছে। তার আগেই এই ভাড়াটে সেনা পাঠানোর কথা জানা গেলো। এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৪০ লাখ ইউক্রেনীয় শরনার্থী হয়ে প্রতিবেশি দেশগুলোতে আশ্রয় নিয়েছে। এছাড়া হতাহত হয়েছে হাজার হাজার মানুষ। ইউক্রেনের শহর মারিউপোলের মেয়র দাবি করেছেন, রাশিয়ার হামলায় প্রায় ৫ হাজার মানুষ নিহত হয়েছেন, যারমধ্যে ২১০ শিশুও রয়েছে।