Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 124
আজকের দিন তারিখ ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ২ ছেলে দেশে ফিরলে ফাহিম মুনয়েমের দাফনের সিদ্ধান্ত

২ ছেলে দেশে ফিরলে ফাহিম মুনয়েমের দাফনের সিদ্ধান্ত


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ১:৩৭ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


fahim - Copyকাগজ অনলাইন প্রতিবেদক: বেসরকারি মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনয়েমের জানাজা ও দাফনের সিদ্ধান্ত তার দুই ছেলে দেশে ফিরলে নেওয়া হবে।

পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, বৃহস্পতিবার (২ জুন) যুক্তরাষ্ট্রপ্রবাসী দুই ছেলে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। তার এক ছেলে দেশে থাকলেও তিনি দুই ভাইয়ের জন্য অপেক্ষা করছেন।

বর্তমানে সৈয়দ ফাহিম মুনয়েমের মরদেহ রাজধানীর স্কয়ার হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

বুধবার (১ জুন) ভোর সোয়া ৬টার দিকে ‍রাজধানীর গুলশানের বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন ফাহিম মুনয়েম। এসময় তার বয়স হয়েছিল প্রায় ৬৩ বছর।

মাছরাঙা টিভির অফিসার ইনচার্জ (অ্যাডমিন) শফিকুল ইসলাম জানান, রাতে পরপর দু’বার হার্ট অ্যাটাক হয় ফাহিম মুনয়েমের। ভোরে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয় তার।

খ্যাতিমান সাংবাদিক মরহুম সৈয়দ নুরুদ্দিনের ছেলে ফাহিম মুনয়েম মাছরাঙা টেলিভিশনের আগে কাজ করেছেন সংবাদ, মর্নিং সান, ইউএনবি এবং ডেইলি স্টার সহ বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠানে। তিনি ২০০৭ সালে ত‍ৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদের প্রেস সচিবের দায়িত্বও পালন করেন।


Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 130