আজকের দিন তারিখ ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য ২০১৬-১৭ অর্থবছরে মাথাপিছু আয় বাড়বে ১৫২ ডলার

২০১৬-১৭ অর্থবছরে মাথাপিছু আয় বাড়বে ১৫২ ডলার


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ৯:০৭ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


B-1 - Copyকাগজ অনলাইন প্রতিবেদক: আগামী ২০১৬-১৭ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে দেশের জনগণের মাথাপিছু আয় বেড়ে ১ হাজার ৪৬৬ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় ১ লাখ ১৪ হাজার ৩৪৮ টাকায় উন্নীত হবে। চলতি ২০১৫-১৬ অর্থবছরে মাথাপিছু আয় ১ হাজার ৩১৪ ডলার।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্ততৃায় অর্থমন্ত্রী এ তথ্য জানান।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নে দারিদ্র্য বিমোচনই আমাদের সকল কর্মকাণ্ডের মূল লক্ষ্য। এ জন্য আমরা সব সময় অভ্যন্তরীণ চাহিদা বাড়াতে চেষ্টা করছি। কৃষি খাতের প্রবৃদ্ধি এ চাহিদা বাড়ানোর সুযোগ করে দিয়েছে।’

তিনি বলেন, ‘আমরা ৬ থেকে সাড়ে ৬ শতাংশের বলয় অতিক্রম করে চলতি অর্থবছরে ৭.০৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করব বলে আশা করছি। এর ফলে মাথাপিছু আয় উন্নীত হবে ১ হাজার ৪৬৬ মার্কিন ডলারে।’