Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 124
আজকের দিন তারিখ ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্যাশন ১০০ বছরে ফ্যাশনের পরিবর্তন ভিডিওতে দেখুন

১০০ বছরে ফ্যাশনের পরিবর্তন ভিডিওতে দেখুন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৩, ২০১৬ , ১২:০২ অপরাহ্ণ | বিভাগ: ফ্যাশন


fashionঅনলাইন ফ্যাশন ডেস্ক: ফ্যাশন হলো জনপ্রিয় যে কোনো শৈলী বা রীতি| বিশেষত পোশাক, জুতো, ব্যবহারিক জিনিসপত্র, সাজসজ্জা, দেহসজ্জা এবং আসবাবপত্রের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়।

ফ্যাশন মৌলিক ও পরিবর্তনশীল হয় এবং একজন ব্যক্তি যে শৈলীতে স্বাচ্ছন্দ্যবোধ করে সেটাই তার ফ্যাশন।

শুধু বর্তমান সময়ের আমরাই যে কেবল ফ্যাশন অভ্যস্ত, তা কিন্তু নয়। শত শত বছর ধরেই মানুষ ফ্যাশনে অভ্যস্ত। তবে সময়ের পরিক্রমায় গত ১০০ বছরে ফ্যাশনে ব্যাপক পরিবর্তন এসেছে। এর মধ্যে বিখ্যাতদের কল্যানে ফ্যাশনে নানা সময়ে জনপ্রিয় হচ্ছে বিভিন্ন স্টাইল।

ফ্যাশন আর স্টাইলের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। ফ্যাশন হল কোনো জিনিসের বর্তমানের প্রচলন। আর স্টাইল হচ্ছে, নানা ধরনের ফ্যাশনের মধ্যে থেকে কোনো একটিকে ধারণ করা।

যা হোক, ফ্যাশন বিষয়ক খ্যাতনামা ওয়েবসাইট মোড ডটকম তাদের ইউটিউব চ্যানেলে পোশাক, আংটি, অন্তর্বাস সহ প্রভৃতি বিষয়ে জনপ্রিয় স্টাইলগুলো নিয়ে গত ১০০ বছরের ফ্যাশনের পরিবর্তন বিষয়ক নিয়মিত নানা ভিডিও প্রকাশ করে বেশ সাড়া ফেলেছে। তার মধ্যে থেকে কয়েকটি বিষয়ের ভিডিও এ প্রতিবেদনে দেওয়া হলো।

* পশ্চিমা দেশে পুরুষ এবং নারীদের পোশাকের জনপ্রিয় স্টাইলগুলো দেখুন:

https://youtu.be/L3e8MvTntkE


Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 130