আজকের দিন তারিখ ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি স্বজনদের সান্ত্বনা দিতে ফাহিম মুনয়েমের বাসায় সাজেদা চৌধুরী

স্বজনদের সান্ত্বনা দিতে ফাহিম মুনয়েমের বাসায় সাজেদা চৌধুরী


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ২:২৫ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


Sajeda-andকাগজ অনলাইন প্রতিবেদক: বেসরকারি মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনয়েমের মৃত্যুতে তার শোকসন্তপ্ত স্বজনদের সমবেদনা জানাতে মরহুমের বাসায় গেছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

বৃহস্পতিবার (১ জুন) দুপুরে ফাহিম মুনয়েমের রাজধানীর গুলশান ২ নম্বরের বাসায় যান তিনি। এ সময় মরহুমের স্ত্রী ও ছেলেকে সমবেদনা জানান তিনি। সান্ত্বনা দেন অন্য স্বজন ও শুভানুধ্যায়ীদেরও।

এসময় সৈয়দা সাজেদা চৌধুরী সাংবাদিকদের বলেন, তিনি একজন একজন বরেণ্য সাংবাদিক ছিলেন। তার মৃত্যুতে আওয়ামী লীগ পরিবার গভীরভাবে শোকাহত।

বুধবার (১ জুন) ভোর সোয়া ৬টার দিকে ‍রাজধানীর গুলশানের বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন ফাহিম মুনয়েম। এসময় তার বয়স হয়েছিল প্রায় ৬৩ বছর। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও স্ত্রী রেখে গেছেন।