আজকের দিন তারিখ ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড সেরেনাকে হারিয়ে মুগুরুজার ফরাসি ওপেন জয়

সেরেনাকে হারিয়ে মুগুরুজার ফরাসি ওপেন জয়


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ১১:১১ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


Carbineঅনলাইন স্পোর্টস ডেস্ক: বিশ্বের এক নম্বর তারকা সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ফরাসি ওপেনে নারী এককের শিরোপা জিতলেন স্পেনিশ তারকা গারবিন মুগুরুজা।

মার্কিন তারকা উইলিয়ামসকে সরাসরি সেটে ৭-৫, ৬-৪ গেমে হারিয়ে শিরোপা জেতেন টুর্নামেন্টের চতুর্থ বাছাই মুগুরুজা। স্পেনিশ এই তারকার এটা হচ্ছে প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়।

খবর বিবিসির গত বছর টেনিসের বিশ্বকাপ খ্যাত উইম্বলডনের নারী এককের ফাইনালে সেরেনার কাছেই হেরেছিলেন ২২ বছর বয়সী মুগুরুজা। ফরাসি ওপেনে জয়ের মাধ্যমে এর প্রতিশোধ নিলেন তিনি।

১৯৯৮ সালের পর এই প্রথম কোনো স্পেনিশ নারী তারকা ফরাসি ওপেন জিতেছে। তখন আরান্তজা সানচেজ ভিকারিও এই টুর্নামেন্টে শিরোপা জিতেছিলেন। প্যারিসের রোলাঁ গারোতে দীর্ঘ প্রায় ১৮ বছর পর এই খরা কাটালেন মুগুরুজা।

এদিকে, ফরাসি ওপেনে হারের ফলে লেজেন্ডারি টেনিস তারকা স্টেফি গ্রাফের সর্বোচ্চ ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ছুতে পারলেন না সেরেনা। মার্কিন এ তারকার পক্ষে তা সম্ভব কিনা তা নিয়ে এখন সন্দিহান অনেকেই কারণ তার বয়স এখন ৩৪ চলছে।