আজকের দিন তারিখ ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ১২:০৩ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


downloadসিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। নিহত জহরুল ইসলাম সলঙ্গা থানার জালশুকা গ্রামের মকরম আলীর ছেলে।

রায়গঞ্জ উপজেলার ষোলমাইল ফায়ার সার্ভিস এর সিনিয়র ফায়ারম্যান মোস্তাফিজার রহমান জানান, ভোররাতে ঢাকা- বগুড়া মহাসড়কের রায়গঞ্জের দাথিয়া ব্রিজের দক্ষিণ পাশে দুটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের কেবিনে থাকা এক অজ্ঞাত নারী নিহত হন। এঘটনায় আহত হন আরো ৫ জন। আহতদের উদ্ধার করে বগুড়া পাঠানো হয়েছে।

অপরদিকে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার দবিরগঞ্জ বাজার এলাকায় পিকআপ ভ্যানের চাপায় জহরুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে পৃথক মামলা দায়ের করা হয়েছে।