Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 124
আজকের দিন তারিখ ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস/////, জাতীয় শ‌পিংম‌ল এলাকার ব্যাংক খোলা থাক‌বে রা‌তেও

শ‌পিংম‌ল এলাকার ব্যাংক খোলা থাক‌বে রা‌তেও


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ৭:৪৫ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////,জাতীয়


Kamalকাগজ অনলাইন প্রতিবেদক: রমজানে ক্রেতা-বিক্রেতাদের আর্থিক লে‌নদে‌নের নিরাপত্তা দি‌তে শপিংমল এলাকার আশপাশে ব্যাংকের শাখা রাত পর্যন্ত খোলা রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ বিষয়ে শিগগিরই সার্কুলার দেওয়া হ‌বে।

শনিবার ম‌তি‌ঝি‌ল ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) অডিটোরিয়ামে ‘রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়ক ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা ব‌লেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ডিসিসিআই আ‌য়ো‌জিত এই সভায় মন্ত্রী আরো ব‌লেন, ‘শিগ‌গিরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে এ বিষ‌য়ে সার্কুলার দেওয়া হ‌বে। এ ছাড়াও নগদ অর্থ বহ‌নে যে‌কো‌নো ব্যক্তি সি‌টি‌ পু‌লিশের সহ‌যো‌গিতা নি‌তে পারবে।

ব্যবসা‌য়ী‌দের কাছ থে‌কে বেআইনিভাবে চাঁদা নেওয়া হ‌চ্ছে- এমন অভিযো‌গের প্রে‌ক্ষি‌তে স্বরাষ্ট্রমন্ত্রী ব‌লেন, এখন চাঁদাবা‌জি অনেক ক‌মে গে‌ছে। এ ছাড়া যেসব স্থানে চাঁদাবা‌জি হ‌চ্ছে সেসব জায়গা গোয়েন্দা নজরদারিতে রাখা হ‌য়ে‌ছে। কো‌নো রাজ‌নৈ‌তিক চাঁদাবা‌জকে কোনোরকম প্রশ্রয় দেওয়া হ‌বে না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘রমজা‌নে গ্রা‌মের বা‌ড়ি যাওয়া‌কে কেন্দ্র ক‌রে প‌রিবহনে চাপ বে‌ড়ে যায়। তাই নিরাপত্তায় কিছুটা হিম‌শিম খে‌তে হয়। কিন্ত এবার সব ধর‌নের নিরাপত্তা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ ‌থে‌কে দেওয়া হ‌বে।’

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন ক‌রেন ঢাকা বিশ্ববিদ্যাল‌য়ের অধ্যাপক ও অপরাধতত্ত্ব বিভা‌গের চেয়ারম্যান ড. মো. জিয়াউর রহমান।

এদিকে ব্যবসায়ীরা রমজানে নিত্যপণ্যের দাম বাড়ার জন্য অর্থমন্ত্রীকেই দায়ী করেছেন। ডিসিসিআই নেতারা বলছেন, রমজানে তেল-চিনিসহ সকল দ্রব্যের দাম বাড়বে। আর এই দাম বাড়ার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত দায়ী।

অনুষ্ঠানে নেতারা আরো বলেন, এ ছাড়াও সরকারের ছত্রছায়ায় থাকা অসাধু ব্যবসায়ীদের কারণে রমজানের জিনিসপত্রের দাম বাড়বে।

এ বিষয়ে অনুষ্ঠানে এফবিসিসিআই পরিচালক আবু মোতালেব বলেন, ‘নতুন ভ্যাট আইন’ আগামী বছরে কার্যকর করার কথা বলা হয়েছে। অথচ সদ্য বাজেটে প্যাকেজ ভ্যাটের পরিমাণ বাড়িয়ে দিয়ে নতুন ভ্যাট আইনের ৮০ শতাংশ কার্যকর হয়েছে। প্যাকেজ ভ্যাটের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। এ কারণেই দ্রব্যমূল্যের দাম বাড়বে।’

ডিসিসিআই‌ সভাপতি হোসেন খালেদের সভাপ‌তি‌ত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া। এতে স্বাগত বক্তব্য রাখেন ডিসিসিআই সহ সভাপতি হুমায়ুন রশিদ।

অনুষ্ঠানে ডিসিসিআইয়ের সদস্য ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 130