আজকের দিন তারিখ ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি শেষ ধাপে নেত্রকোনার ১২ ইউপিতে ভোট

শেষ ধাপে নেত্রকোনার ১২ ইউপিতে ভোট


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ১০:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি


netrokonaনেত্রকোনা: নেত্রকোনার সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ষষ্ঠ ধাপের ভোট শনিবার (০৪ জুন)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ১১৯টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে।

উপজেলা নির্বাচন অফিসার দেয়ালী পাল জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষে নির্বাচন কমিশন থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

নিরাপত্তা রক্ষায় পুলিশ, বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি), র‌্যাব, আনসার চার স্তরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স নিয়ে ম্যাজিস্ট্রেটরা নির্বাচনী এলাকা পর্যবেক্ষণ করছেন।

১২টি ইউনিয়নে ৪৯ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯২ হাজার ১৪৭ জন।