আজকের দিন তারিখ ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় শুরু হয়েছে বাজেট অধিবেশন

শুরু হয়েছে বাজেট অধিবেশন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ৬:০৭ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


hasinaকাগজ অনলাইন প্রতিবেদক: শুরু হল দশম জাতীয় সংসদের একাদশ অধিবেশন, এই অধিবেশনে একদিন বাদেই ২০১৬-১৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার বিকাল ৫টায় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরী অসুস্থ থাকায় অধিবেশনে অনুপস্থিত রয়েছেন।

অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই অধিবেশন আগামী ২৮ জুলাই পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়। বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অধিবেশনের শুরুতে ডেপুটি স্পিকার সবাইকে স্বাগত জানিয়ে বাজেটের উপর সংসদ সদস্যদের অর্থবহ আলোচনা করার আহ্বান করেন।

এরপর ফজলে রাব্বী চলতি অধিবেশনের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ পরিচালনা করবেন।

সংসদের চলমান অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- অধ্যাপক আলী ‍আশরাফ, এ বি তাজুল ইসলাম, ওয়ারেসাত হোসেন বেলাল, ফখরুল ইমাম ও সানজিদা খানম।

এরপর অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার সদ্য প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, সাবেক সংসদ সদস্য আসফার হোসেন মোল্লা, সাবেক গণপরিষদ সদস্য এ এম আহমেদ খালেক, সাবেক সংসদ সদস্য মো. শহীদুল ইসলাম, আজিজুর রহমানের মৃত্যুতে শোক প্রস্তাব উস্থাপন করেন।

এছাড়া বাংলাদেশসহ উপমহাদেশে নারীদের প্রথম সাপ্তাহিক বেগম’র সম্পাদক নূরজাহান বেগম, বুয়েট উপাচার্য খালেদা একরাম, আওয়ামী লীগের সাংসদ আবুল কালাম আজাদের স্ত্রী আনোয়ারা আজাদ, সাংবাদিক সাদেক খান, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী আক্তার সরদার, চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকন, দুর্বৃত্তের চাপাতির কোপে নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী, ইউএসএআইডি কর্মকর্তা জুলহাজ মান্নান, নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়ের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

সংসদের রেওয়াজ অনুযায়ী, চলমান সংসদের কোনো সদস্যের মৃত্যুতে তার জীবন ও কাজের ওপর আলোচনা করা হয়। অধিবেশন শুরুর পর সংসদ সদস্যরা প্রমোদ মানকিনের জীবনের ওপর আলোচনা করেন।

পরে মৃতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

অধিবেশন ২৮ জুলাই পর্যন্ত

সংসদ অধিবেশন শুরুর কিছুক্ষণ আগেই কার্য উপদেষ্টা কমিটি বৈঠক করে বাজেট অধিবেশন আগামী ২৮ জুলাই পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয়।

স্পিকার শিরীন শারমিনের অনুপস্থিতির কারণে এই বৈঠকেও সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

সংসদ সচিবালয় জানানো হয়, অধিবেশন ঈদুল ফিতর উপলক্ষে ১ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত মুলতবি থাকবে। রমজান মাসে প্রতিদিন সকাল ১০টায় অধিবেশন শুরু হবে।

বৈঠকে অধিবেশনের সময়সীমা পরিবর্তনের জন্য স্পিকারকে ক্ষমতা দেওয়া হয়।

এই অধিবেশনে বাজেটের ওপর ৪৫ ঘণ্টা আলোচনা চালানোর সিদ্ধান্তও নিয়েছে কার্য উপদেষ্টা কমিটি।

শেখ হাসিনা ছাড়াও বৈঠকে ছিলেন কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেন গুপ্ত, আবুল হাসানাত আব্দুল্লাহ, প্রধান হুইপ আ স ম ফিরোজ, মইন উদ্দীন খান বাদল এবং আইনমন্ত্রী আনিসুল হক।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিশেষ আমন্ত্রণে এই বৈঠকে অংশ নেন।