আজকের দিন তারিখ ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য শিক্ষা-জলবায়ুতে ২১ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

শিক্ষা-জলবায়ুতে ২১ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ১০:০৯ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


19কাগজ অনলাইন ডেস্ক: বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ শিক্ষার মানোন্নয়ন এবং আবহাওয়া ও জলবায়ুর তথ্য সেবা উন্নতকরণে ২১ কোটি ৩০ লাখ (২১৩ মিলিয়ন) মার্কিন ডলার অর্থসহায়তা দেবে বিশ্বব্যাংক। গত ৩ জুন বিশ্বব্যাংকের বোর্ড সভায় এই অর্থসহায়তা অনুমোদন হয়েছে।

রোববার বিশ্বব্যাংকের ঢাকা অফিসের যোগাযোগ কর্মকর্তা মেহরিন আহমেদ মাহবুব এ তথ্য জানান।

বিশ্বব্যাংক জানায়, ২১ কোটি ৩০ লাখ ডলারের মধ্যে আবহাওয়া ও জলবায়ু তথ্য সেবা উন্নতকরণ প্রকল্পে ১১ কোটি ৩০ লাখ ডলার ব্যয় হবে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য বাংলাদেশকে নির্ভরযোগ্য আবহাওয়া, পানি ও জলবায়ুর পূর্বাভাস প্রদান এবং বিভিন্ন কমিউনিটি, বিশেষ করে কৃষকদের সহজে আবহাওয়া সংক্রান্ত সেবা প্রদান করা।

এছাড়া বাকি ১০ কোটি ডলার ব্যয় হবে কলেজ শিক্ষা উন্নয়ন প্রকল্পে। এই প্রকল্পের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি-বেসরকারি কলেজের শিক্ষার পরিবেশ উন্নত করা হবে।