রোয়ানুতে ক্ষতিগ্রস্ত দুই হাজার নারীর মাঝে ‘ডিগনিটি কিটস’ বিতরণ
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ৩:০৬ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
অনলাইন ডেস্ক: ঘূর্ণিঝড় রোয়ানুর কবলে পড়ে ক্ষতিগ্রস্থ ও তার ফলে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা দুই হাজার তরুণী ও নারীর মাঝে ‘ডিগনিটি কিটস্’ বিতরণ করেছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)। এতে টুথব্রাশ, টুথপেস্ট, শ্যাম্পু, সাবান ও স্যানিটারি প্যাড রয়েছে।
এছাড়াও তাদের একটি করে টর্চলাইট ও বাঁশির সরবরাহ করা হয়েছে।
ডিগনিটি কিটস্ পাওয়া নারীরা ঘূর্ণিঝড়ের কারণে সহায় সম্বল হারিয়েছেন। প্রয়োজনীয় কাপড়ের অভাবে তারা মানুষের সামনে আসতে লজ্জা পাচ্ছিলেন। মানসিকভাবে চাঙ্গা রাখতে ইউএনএফপিএ তাদের পাশে দাঁড়িয়েছে বলে ১ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় প্রতিষ্ঠানটি।
সরকারি ও ইউএনএফপিএ-এর যৌথ উদ্যোগে রোয়ানুর কারণে ক্ষতির পরিমাণ নির্ধারণী সমীক্ষায় দেখা যায়- দেশের ৭টি জেলার ১৩ লাখ মানুষ ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্থ হয়েছেন। তাদের মধ্যে সাড়ে তিন লাখেরও বেশি তরুণী ও নারী।
ইউএনএফপিএর অনুমিত পরিসংখ্যান অনুসারে ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে গর্ভবতী ও শিশুকে বুকের দুধ খাওয়ান এমন ৩০ হাজার মা ক্ষতিগ্রস্থ হন। উল্লেখ্য, ইউএনএফপিএর মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবেদনের ভিত্তিতে ঝুঁকিপূর্ণদের তালিকা প্রণয়ন করা হয়।