আজকের দিন তারিখ ১২ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় রোয়ানুতে ক্ষতিগ্রস্ত দুই হাজার নারীর মাঝে ‘ডিগনিটি কিটস’ বিতরণ

রোয়ানুতে ক্ষতিগ্রস্ত দুই হাজার নারীর মাঝে ‘ডিগনিটি কিটস’ বিতরণ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ৩:০৬ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


roanuঅনলাইন ডেস্ক: ঘূর্ণিঝড় রোয়ানুর কবলে পড়ে ক্ষতিগ্রস্থ ও তার ফলে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা দুই হাজার তরুণী ও নারীর মাঝে ‘ডিগনিটি কিটস্’ বিতরণ করেছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)। এতে টুথব্রাশ, টুথপেস্ট, শ্যাম্পু, সাবান ও স্যানিটারি প্যাড রয়েছে।

এছাড়াও তাদের একটি করে টর্চলাইট ও বাঁশির সরবরাহ করা হয়েছে।

ডিগনিটি কিটস্ পাওয়া নারীরা ঘূর্ণিঝড়ের কারণে সহায় সম্বল হারিয়েছেন। প্রয়োজনীয় কাপড়ের অভাবে তারা মানুষের সামনে আসতে লজ্জা পাচ্ছিলেন। মানসিকভাবে চাঙ্গা রাখতে ইউএনএফপিএ তাদের পাশে দাঁড়িয়েছে বলে ১ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় প্রতিষ্ঠানটি।

সরকারি ও ইউএনএফপিএ-এর যৌথ উদ্যোগে রোয়ানুর কারণে ক্ষতির পরিমাণ নির্ধারণী সমীক্ষায় দেখা যায়- দেশের ৭টি জেলার ১৩ লাখ মানুষ ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্থ হয়েছেন। তাদের মধ্যে সাড়ে তিন লাখেরও বেশি তরুণী ও নারী।

ইউএনএফপিএর অনুমিত পরিসংখ্যান অনুসারে ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে গর্ভবতী ও শিশুকে বুকের দুধ খাওয়ান এমন ৩০ হাজার মা ক্ষতিগ্রস্থ হন। উল্লেখ্য, ইউএনএফপিএর মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবেদনের ভিত্তিতে ঝুঁকিপূর্ণদের তালিকা প্রণয়ন করা হয়।