আজকের দিন তারিখ ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড রূপচর্চার নামে বিউটি পার্লারে দেহব্যবসা, আটক ৬

রূপচর্চার নামে বিউটি পার্লারে দেহব্যবসা, আটক ৬


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ১০:১৫ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


17কাগজ অনলাইন ডেস্ক: রূপচর্চার নামে এক বিউটি পার্লারের ভেতর চলে দেহব্যবসা। বিশেষ সূত্রে খবর পায় পুলিশ। পরে ভারতের নাসিকের শরণপুর রোডের সায়লি নামে পার্লারটিতে হানা দেয় তারা। সেখান থেকে ৪ নারী ও ২ পুরুষকে গ্রেপ্তার করে।

বেশ কয়েকদিন ধরেই মহারাষ্ট্রে দুর্নীতি বিরোধী অভিযান চালাচ্ছে পুলিশ। তাদের কাছে আগে থেকেই খবর ছিল, রূপচর্চার নামে ওই পার্লারে রমরমিয়ে চলছে দেহব্যবসা। সেই খবরের ভিত্তিতে ওই পার্লারে হানা দেন তদন্ত কর্মকর্তারা।

এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কতদিন ধরে এ চক্রটি সক্রিয় এবং আরো কারা কারা যুক্ত রয়েছে এর সঙ্গে।