আজকের দিন তারিখ ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় রাজধানীতে পুলিশের অভিযানে ৪ ডাকাত আটক

রাজধানীতে পুলিশের অভিযানে ৪ ডাকাত আটক


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ১২:০৭ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


Arrest1কাগজ অনলাইন প্রতিবেদক: ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধতথ্য (পূর্ব) বিভাগ।

শনিবার (৪ জুন) সকালে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান জানান, তাদের নামে মতিঝিল থানায় নিয়মিত মামলা দায়ের করে গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতার ডাকাত সদস্যরা হলেন মো. হিরা, মো. কাঞ্চন, আলী হোসেন ও রফিকুল ইসলাম।

এসময় তাদের কাছে থেকে ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন, ডিএমপি পুলিশের পোশাক, ৩ জোড়া হ্যান্ডকাপ, লাঠি ও ডাকাতির কাজে ব্যবহৃত ১টি মাইক্রোবাস জব্দ করা হয়।

মাসুদুর রহমান আরও জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় শুক্রবার (৩ জুন) বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায় তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।

ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধতথ্য (পূর্ব) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাহবুব আলমের নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামানের সার্বিক তত্ত্বাবধায়নে মতিঝিল জোনাল টিমের অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জুয়েল রানা।