আজকের দিন তারিখ ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড রমজানে সৌদিতে তাপমাত্রা হবে ৪২-৪৫ ডিগ্রি সে.

রমজানে সৌদিতে তাপমাত্রা হবে ৪২-৪৫ ডিগ্রি সে.


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ১:০৪ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


saudiঅনলাইন আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন রমজান মাসে মরুভূমির দেশ সৌদি আরবে তাপমাত্রা ৪২ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।

দেশটির আবহাওয়া ও জেনারেল কমিশন ফর মেট্রোলজিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন শনিবার (০৪ জুন) এ তথ্য জানিয়েছে।

সরকারি এ সংস্থাটি আরও জানায়, রোজার সময় দিনের বেলা প্রচণ্ড গরম থাকলেও রাতে সেটা সহনীয় পর্যায়ে নেমে আসবে।

এদিকে সৌদি আরবের সুপ্রিম কোর্ট চাঁদ দেখার উপর নির্ভর করে আরবী মাসের ধর্মীয় বিষয়গুলোর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে।

সুপ্রিম কোর্ট এক বিবৃতির মাধ্যমে সৌদি আরবের সব নাগরিকের প্রতি রোববার (০৫ জুন) সন্ধ্যায় চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। চাঁদ দেখামাত্র তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়।

২৯ শাবান চাঁদ দেখা না গেলে, আগামী ৭ জুন মঙ্গলবার থেকে পবিত্র মাহে রমজান শুরু হবে।