Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 124
আজকের দিন তারিখ ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে বিশেষ অবদানের জন্য ৭ প্রবাসী নারী পুরস্কৃত

যুক্তরাষ্ট্রে বিশেষ অবদানের জন্য ৭ প্রবাসী নারী পুরস্কৃত


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ৩:৪৪ অপরাহ্ণ | বিভাগ: যুক্তরাষ্ট্র


NRBশামীম আহমেদ, নিউইয়র্ক থেকে: প্রবাস-প্রজন্মে বাঙালি সংস্কৃতির বিকাশ ও লালনের পাশাপাশি নবাগত বাংলাদেশিদের মার্কিন আইটি সেক্টরে উচ্চ বেতনে চাকরি পাবার উপযোগী প্রশিক্ষণ প্রদানে বিশেষ অবদানের জন্যে যুক্তরাষ্ট্রের রাজধানী সংলগ্ন এলাকার ৭ নারী ব্যক্তিত্বকে সম্মাননা জানানো হলো বর্ণাঢ্য এক অনুষ্ঠানে।

এরা হলেন: ফারহানা হানিফ, ফারজানা ক্লারা গ্রাহাম, রেহানা পারভিন, বীথিকা বোস, ড. মরিয়ম পারভিন, শাহনাজ ফারুক ও বনানী চৌধুরী। ওয়াশিংটন মেট্রো এলাকার জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ‘প্রিয়বাংলা’র বার্ষিক অনুষ্ঠান ‘চতুরঙ্গ’-এ গত রবিবার এসব নারীর মধ্যে অ্যাওয়ার্ড হস্তান্তর করেন বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল ‘আরটিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মার্কিন আইটি সেক্টরে উদ্যমী ও মেধাবী বাংলাদেশিদের চাকরির উপযোগী প্রশিক্ষণ প্রদানের ইনস্টিটিউট ‘পিপল এন টেক’র সিইও প্রকৌশলী আবু বকর হানিফ। সুধীজনের মধ্যে আরও ছিলেন ই-লার্নিং বইয়ের লেখক ড. বদরুল হুদা খান ও ওয়াশিংটনে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ফোবানা সম্মেলন ২০১৬-র আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ আলমগীরসহ মেট্রো এলাকার বাংলাদেশি অনেক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।


Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 130