ম্যাটস শিক্ষার্থীদের অবরোধ তুলে দিয়েছে পুলিশ
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ২:২৫ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি চেয়ে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা ২০ মিনিট অবরোধ করেছেন মেডিকেল অ্যাসোসিয়েশন ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। পরে পুলিশ কর্মকর্তার অনুরোধে অবরোধ তুলে নেন তারা।
বৃহস্পতিবার (০২ জুন) ৫ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করেন ম্যাটসের শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রাখেন।
এ সময় সংগঠনের সদস্য সচিব মুরাদ হোসেন জানান, যতোক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ৫ দফা দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি না আসছে, ততোক্ষণ পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখা হবে।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশ পুলিশের কর্মকর্তারা তাদের সরে যাওয়ার জন্য বার বার অনুরোধ করেন। পরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের বোঝালে তারা অবরোধ তুলে নেন।