মিউজিক ভিডিওতে জে আলমের ‘বলবো বলে বলিনি কখনো’
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ১২:৫৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন
বিনোদন প্রতিবেদক: ঈদে আসছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী জে আলমের ‘বলবো বলে বলিনি কখনো’ গানটির মিউজিক ভিডিও। বাংলাদেশ চলচ্চিত্রের উদীয়মান গীতিকার, সুরকার বাহাউদ্দিন রিমন এর কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন একাত্ব রহমান। সম্প্রতি জসিম উদ্দিন জাকিরের পরিচালনায় গানটির ভিডিও দেশের বিভিন্ন মনোরম লোকেশনে নির্মিত হয়। সমসাময়িক শ্রোতাদের কথা চিন্তা করেই গানটির কথা সুর ও সঙ্গীতায়োজন করা হয়েছে। আশা করি গানটি সঙ্গীত প্রেমীদের হৃদয়ে দাগ কাটবে। বিগ বাজেট এর এই ভিডিও নির্মানে প্রযোজনা করছে বি ট্রাস্ট মাল্টিমিডিয়া।