আজকের দিন তারিখ ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন মিউজিক ভিডিওতে জে আলমের ‘বলবো বলে বলিনি কখনো’

মিউজিক ভিডিওতে জে আলমের ‘বলবো বলে বলিনি কখনো’


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ১২:৫৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


J-Alamবিনোদন প্রতিবেদক: ঈদে আসছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী জে আলমের ‘বলবো বলে বলিনি কখনো’ গানটির মিউজিক ভিডিও। বাংলাদেশ চলচ্চিত্রের উদীয়মান গীতিকার, সুরকার বাহাউদ্দিন রিমন এর কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন একাত্ব রহমান। সম্প্রতি জসিম উদ্দিন জাকিরের পরিচালনায় গানটির ভিডিও দেশের বিভিন্ন মনোরম লোকেশনে নির্মিত হয়। সমসাময়িক শ্রোতাদের কথা চিন্তা করেই গানটির কথা সুর ও সঙ্গীতায়োজন করা হয়েছে। আশা করি গানটি সঙ্গীত প্রেমীদের হৃদয়ে দাগ কাটবে। বিগ বাজেট এর এই ভিডিও নির্মানে প্রযোজনা করছে বি ট্রাস্ট মাল্টিমিডিয়া।