আজকের দিন তারিখ ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ‘মা’ নিয়ে নিজের কথা ও সুরে হাজির হচ্ছেন ইমন খান

‘মা’ নিয়ে নিজের কথা ও সুরে হাজির হচ্ছেন ইমন খান


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৪, ২০২০ , ১১:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : ‘কতদিন হয় দেখিনারে আমার মায়ের মুখ। প্রবাস জীবন কাইরা নিছে, ছিলো যত সুখ। ইচ্ছে করে মাগো, তোমার কোলে ফিরে যাই। দুর দেশেতে কর্ম করি আমার ছুটি নাই’। কথাগুলো জনপ্রিয় কন্ঠশিল্পী ইমন খানের। আর এ কথাগুলো নিয়ে হচ্ছে গান। সুরও করেছেন ইমন খান নিজেই। মা নিয়ে এই গানটি শীঘ্রই ‘আবর্তন মিডিয়া’র ইউটিউব চ্যানেলে আসবে বলে জানিয়েছেন তিনি। সবার দোয়াও চেয়েছেন । বললেন, মাকে নিয়ে গান করলাম। লেখায় ভুলত্রুটি থাকলে ধরিয়ে দিবেন। কথা ও সুর আমার নিজের। আশা করছি সবার ভালো লাগবে। খুব শীঘ্রই আমার চ্যানেলে গানটি রিলিজ হবে।

উল্লেখ্য-ইমন খান বর্তমান সময়ে একের পর এক হিট গান দিয়ে ভক্তদের মন জয় করেছেন।