আজকের দিন তারিখ ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় মানসিকভাবে দুর্বল করতে এই হত্যাকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রী

মানসিকভাবে দুর্বল করতে এই হত্যাকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রী


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ১:২৭ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


Fileচট্টগ্রাম (সাতকানিয়া): পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রীকে হত্যার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, জঙ্গি দমনে যেসব পুলিশ কর্মকর্তারা কাজ করছেন, তাদের মানসিকভাবে দুর্বল করতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

রোববার (০৫ জুন) সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৮৮তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাবুল আক্তার একজন সৎ নিষ্ঠাবান কর্মকর্তা। জঙ্গি দমনে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। মানসিকভাবে দুর্বল করতে জঙ্গিরা পরিকল্পিতভাবে তার স্ত্রীকে হত্যা করেছে।

যেসব কর্মকর্তা গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে কাজ করছেন। তাদের পরিবারকে সুরক্ষার দেওয়া হবে বলেও আশ্বাস দেন আসাদুজ্জামান খাঁন কামাল।

অনুষ্ঠানে বিজিবির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।