আজকের দিন তারিখ ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় মাছরাঙ্গা টিভির সিইও ফাহিম মুনয়েম আর নেই

মাছরাঙ্গা টিভির সিইও ফাহিম মুনয়েম আর নেই


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ১০:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


fahimকাগজ অনলাইন ডেস্ক: বেসরকারি মাছরাঙ্গা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনয়েম আর নেই।

বুধবার (১ জুন) ভোর সোয়া ৬টার দিকে নিজের ‍রাজধানীর গুলশানের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল প্রায় ৬৩ বছর।

সকালে তার স্বজন ও কর্মস্থল মাছরাঙ্গা টেলিভিশনের কর্মকর্তারা এ খবর জানান।

মাছরাঙ্গা টিভির অফিসার ইনচার্জ (অ্যাডমিন) শফিকুল ইসলাম জানান, রাতে পরপর দু’বার হার্ট অ্যাটাক হয় ফাহিম মুনয়েমের। ভোরে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয় তার।

ফাহিম মুনয়েম গুলশান ২ নম্বরের ৭৭ নম্বর রোডে ইউনাইটেড হাসপাতাল সংলগ্ন ৬ নম্বর বাসায় থাকছিলেন।

খ্যাতিমান সাংবাদিক মরহুম সৈয়দ নুরুদ্দিনের ছেলে ফাহিম মুনয়েম মাছরাঙ্গা টেলিভিশনের আগে কাজ করেছেন সংবাদ, মর্নিং সান, ইউএনবি এবং ডেইলি স্টার সহ বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠানে।

তিনি ২০০৭ সালে ত‍ৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদের প্রেস সচিবের দায়িত্বও পালন করেন।