Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 124
আজকের দিন তারিখ ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড ভারত-বাংলাদেশ সীমান্ত বেড়া নির্মাণ চলতি বছরই সমাপ্ত

ভারত-বাংলাদেশ সীমান্ত বেড়া নির্মাণ চলতি বছরই সমাপ্ত


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ১০:৪৫ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


sadanandaঅনলাইন আন্তর্জাতিক ডেস্ক: ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ কাজ চলতি বছরের শেষ নাগাদ সমাপ্ত হবে। এরপর কোনোভাবেই অবৈধ উপায়ে কেউ সীমান্ত অতিক্রম করতে পারবেনা বলে জানিয়েছেন ভারতের আইন ও বিচার বিষয়ক ইউনিয়ন মন্ত্রী ডিভি সদানন্দ গৌড়া।

শুক্রবার (০৩ জুন) নাগাল্যান্ডের কোহিমায় রাজ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কর্নাটকার এ মুখ্যমন্ত্রী বলেন, উভয় দেশের সাংবিধানিক নিয়ম অনুযায়ী অর্ধ দশক আগে থেকে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের শেষ নাগাদ সীমান্তে বেড়া নির্মাণ কাজ সম্পন্ন হবে।

এর ফলে উভয় দেশ থেকে সঠিক কাগজপত্র ছাড়া অবৈধভাবে কেউ অনুপ্রবেশ করতে পারবে না।

দেশের স্বার্থ ও নিরাপত্তায় মোদি সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে বলেও এ সময় উল্লেখ করেন বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স’র (এনডিএ) এ মন্ত্রী।


Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 130