আজকের দিন তারিখ ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন বান্দরবনে চলছে ফারিয়া-শুভর ‘প্রেমী ও প্রেমী’

বান্দরবনে চলছে ফারিয়া-শুভর ‘প্রেমী ও প্রেমী’


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ৮:৩৩ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


fariaকাগজ অনলাইন ডেস্ক:ফারিয়া ও শুভ, দুজনই বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে জনপ্রিয়। এবার তাদেরকে দেখা মিলবে একই সিনেমাতে। নাম ‘প্রেমী ও প্রেমী’। আর নতুন খবর হলো আজ থেকে বান্দরবনের বিভিন্ন লোকেশনে শুরু হয়েছে এ সিনেমাটির শুটিং।

ফারিয়া তার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক পেজে শুটিংয়ের একটি স্থিরচিত্র দিয়েছেন। আর ক্যাপশন দিয়েছেন, প্রেমী ও প্রেমীর সেট থেকে’।

ছবিটি পরিচালনা করছেন জাকির হোসেন রাজু। বান্দরবানে টানা পনেরদিন শুটিং চলবে। জুনের শেষের দিকে কলকাতা এবং দার্জিলিংয়ের বিভিন্ন লোকেশনে ছবিটির গানের শুটিং হবে।

সম্প্রতি নুসরাত ফারিয়া অভিনীত ‘বাদশা’র সিনেমার দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। এ ছবিটি পরিচালনা করেছেন বাবা যাদব। এতে ফারিয়ার বিপরিতে রয়েছেন জিৎ। প্রেমি ও প্রেমি’র ফারিয়ার চতুর্থ সিনেমা।