আজকের দিন তারিখ ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় বরিশালে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

বরিশালে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ১০:১১ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


Barisalবরিশাল: বরিশালের মুলাদিতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সলিম হাওলাদার (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের তিন সদস্য।

বুধবার (০১ জুন) ভোরে উপজেলার উত্তর পাতারচর ইউনিয়নের ছবিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সলিম হাওলাদার একই গ্রামের মৃত হাবিবুর হাওলাদারের ছেলে।

মুলাদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বিষয়টি জানান।

ঘটনাস্থল থেকে দু’টি পাইপগান, ছয় রাউন্ডগুলি, দু’টি রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

আহত এসআই ফারুক, কমল ও কনস্টেবল পারভেজকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।