আজকের দিন তারিখ ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শনিবার, ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড ফের মালিতে হামলায় শান্তিরক্ষী নিহত

ফের মালিতে হামলায় শান্তিরক্ষী নিহত


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ১০:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


unঅনলাইন আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে কর্মরত জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর একদিনের ব্যবধানে ফের গাড়ি বোমা হামলায় অন্তত একজন শান্তিরক্ষী নিহত হয়েছেন।

এতে আহত হয়েছেন আরও তিনজন। নিহত শান্তিরক্ষীর পরিচয় এবং তিনি কোন দেশের নাগরিক তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

বুধবার (০১ জুন) জাতিসংঘ ও সংশ্লিষ্ট পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

একদিনের ব্যবধানে এ নিয়ে শান্তিরক্ষীদের ওপর পরপর দু’টি হামলার ঘটনা ঘটলো। এর আগের হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর পাঁচ সদস্য নিহত হন। নিহত ওই পাঁচজন আফ্রিকার টোগো’র নাগরিক ছিলেন।