আজকের দিন তারিখ ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড ফুটবলের মাঠে নামবেন ভারতীয় তারকারা

ফুটবলের মাঠে নামবেন ভারতীয় তারকারা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ২:৫৮ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


Playing-for-Humanঅনলাইন স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেটার বনাম ভারতীয় অভিনেতা। ‘মানবতার জন্য খেলা’ শিরোনামে দুই দলে ভাগ হয়ে খেলবেন অভিষেক বচ্চন, রনবীর কাপুর আর বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিরা।

একটি প্রীতি ফুটবল ম্যাচে মাঠে নামবেন ভারতের জনপ্রিয় তারকারা। টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের নেতৃত্ব দেবেন টেস্ট দলপতি বিরাট কোহলি। আর অভিনেতাদের নিয়ে সাজানো দলটিতে অভিষেক বচ্চন নেতৃত্ব দিতে পারেন।

‘সেলিব্রেটি ক্লাসিকো ২০১৬’ এর ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের ফুটবল অ্যারেনা, আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সে। আগামী ০৪ জুন তহবিল সংগ্রহের উদ্দেশ্যে ম্যাচটি খেলবেন তারা। আর এই ম্যাচ থেকে উপার্জিত সমস্ত অর্থ চলে যাবে বিরাট কোহলির দাবত্য প্রতিষ্ঠানে।

কোহলির নেতৃত্বে খেলবে ‘অল হার্ট ফুটবল ক্লাব’ আর অভিনেতাদের নিয়ে সাজানো অভিষেক বচ্চনের দলটির নাম রাখা হয়েছে ‘অল স্টার ফুটবল ক্লাব’।

ধোনি-কোহলির সঙ্গে একই দলে খেলবেন জহির খান, আজিঙ্কা রাহানে, হরভজন সিং, যুবরাজ সিং, রবীচন্দ্রন অশ্বিনের মতো ক্রিকেট তারকারা। আর জুনিয়র বচ্চনের দলে থাকছেন রনবীর কাপুর, অর্জুন কাপুর, ডিরেক্টর সুজিত সিরকার ছাড়াও আরও বেশ কয়েকজন অভিনেতা।