Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 124
আজকের দিন তারিখ ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড ফিলিস্তিনের পক্ষে বলায় স্কুলছাত্রী বহিষ্কার

ফিলিস্তিনের পক্ষে বলায় স্কুলছাত্রী বহিষ্কার


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ১:১২ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


england-newsঅনলাইন ডেস্ক : স্কুলের বক্তৃতা প্রতিযোগিতায় ফিলিস্তিনের পক্ষে কথা বলায় ব্রিটিশ-ফিলিস্তিনী শিক্ষার্থী লিয়ানে মোহাম্মাদকে (১৫) প্রতিযোগিতা থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

মিডলইস্ট মনিটরের খবরে বলা হয়, লিয়ানে লন্ডনের ওয়ানস্টিড হাইস্কুলের শিক্ষার্থী ছিল। জ্যাক পেটছি বক্তৃতা প্রতিযোগিতায় তার ভাষণ ‘বার্ডস নট বোম্বস’ আঞ্চলিক পুরষ্কার জিতে, যেখানে লিয়ানে ইসরায়েলিদের কারণে ফিলিস্তিনীদের বাস্তব কষ্টের বর্ণনা করে।

বক্তব্যের প্রতিবাদে ফিলিস্তিন বিরোধী ব্লগার এদগার ডেভিডসনের প্রতিবাদের ভিত্তিতে ট্রাস্টের প্রধান নির্বাহী জুলি হোলনেস বিষয়টিকে গভীরভাবে নেন।
জুলি বলেন, ‘আমরা বিষয়টিকে গভীরভাবে নিয়েছি।’

জুলি নিশ্চিত করে জানান, লিয়ানে ওই প্রতিযোগিতার পরের পর্বে আর অংশগ্রহণ করতে পারবে না। লিয়ানে ফাইনালে অংশ নিতে পারবে না।
বহিষ্কারের ঘটনা লিয়ানে তার টু্ইটার একাউন্টে টুইট করে, ‘কেন এটাকে মুক্ত বক্তব্য প্রতিযোগিতা বলা হয় যেখানে আমাকে নিরব করে দেওয়া হল? যদিও ট্রাস্ট কর্মকর্তার তাদের ওয়েবসাইট থেকে ও ইউটিউব চ্যানেল থেকে বক্তব্যের ভিডিও সরিয়ে নিয়েছে, এটা এখানে আবার দেওয়া হল।’


Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 130