আজকের দিন তারিখ ১২ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ফাহিম মুনয়েমের মৃত্যুতে তথ্যমন্ত্রী ও তথ্য সচিবের শোক

ফাহিম মুনয়েমের মৃত্যুতে তথ্যমন্ত্রী ও তথ্য সচিবের শোক


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ১২:৩৮ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


fahim20160601122031অনলাইন ডেস্ক: মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনয়েমের (৬৩) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং তথ্য সচিব মরতুজা আহমদ।

বুধবার (১ জুন) ভোর ৬টার দিকে গুলশানের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

সৈয়দ ফাহিম মুনয়েম প্রয়াত প্রখ্যাত সাংবাদিক সৈয়দ নুরুদ্দিনের একমাত্র ছেলে।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং তথ্য সচিব মরতুজা আহমদ আলাদা শোকবার্তায় ফাহিম মুনায়েমের দীর্ঘ সাংবাদিক জীবনের কথা স্মরণ করে বলেন, তার অকাল মৃত্যুতে দেশ একজন মেধাবী সাংবাদিককে হরালো।

মন্ত্রী ও সচিব মরহুমের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।