Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 124
আজকের দিন তারিখ ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ফাহিম মুনয়েমের দাফন সম্পন্ন

ফাহিম মুনয়েমের দাফন সম্পন্ন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৩, ২০১৬ , ৪:০০ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


Fahim-munaemকাগজ অনলাইন প্রতিবেদক: বেসরকারি মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ ফাহিম মুনয়েমের দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (০৩ জুন) তিন দফা জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ নেওয়া হয় মাছরাঙা টেলিভিশন প্রাঙ্গণে। সেখানে শ্রদ্ধা নিবেদন এবং দ্বিতীয় জানাজা শেষে বাদ জুমাআ গুলশান আজাদ মসজিদে শেষ দফায় জানাজা অনুষ্ঠিত হয়।

সেখানে শ্রদ্ধা নিবেদনের জন্য ১০মিনিট রেখে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। এসময় তার তিন ছেলে ফারহাজ, ফরহান, ফায়হান মুনয়েম উপস্থিত ছিলেন।

সকালে প্রেস ক্লাবে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তথ্যমন্ত্রী হাছানুল হক ইনু, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রেসক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান প্রমুখ।

বুধবার (০১ জুন) ভোরে রাজধানীর গুলশানে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন ফাহিম মুনয়েম।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি ছিলেন ফাহিম মুনয়েম। ২০১০ সালের মে মাসে তিনি মাছরাঙা টেলিভিশনের সিইও এবং চিফ এডিটর হিসেবে যোগ দেন।

এর আগে তিনি ইংরেজি দৈনিক ‘ডেইলি স্টার’-এ নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করেছেন।

এ ছাড়া দৈনিক সংবাদ, দ্য মর্নিং সান ও বার্তা সংস্থা ইউএনবিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।

প্রখ্যাত সাংবাদিক সৈয়দ নূরুদ্দিনের ছেলে ফাহিম মুনয়েম। তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালনের সময় বাংলাদেশের গণমাধ্যমের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।


Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 130