Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 124
আজকের দিন তারিখ ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড ফরাসি ওপেন: সানিয়াকে হারিয়ে পেজের ‘ক্যারিয়ার স্ল্যাম’ সম্পূর্ণ

ফরাসি ওপেন: সানিয়াকে হারিয়ে পেজের ‘ক্যারিয়ার স্ল্যাম’ সম্পূর্ণ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ১:০০ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


leandeঅনলাইন স্পোর্টস ডেস্ক: ফরাসি ওপেনের মিশ্র দ্বৈতের ফাইনাল জয়ের মধ্য দিয়ে ‘ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম’ পূর্ণ করলেন ভারতীয় তারকা লিয়ান্ডার পেজ। সুইস তারকা মার্টিনা হিঙ্গিসকে নিয়ে স্বদেশি তারকা সানিয়া মির্জা ও ইভান দদিগ জুটিকে হারিয়ে শিরোপা জেতেন পেজ। জয় পেতে বেশ বেগ পেতে হয় ইন্দো-সুইস এ জুটিকে।

সানিয়া-ইভান জুটিকে গতকাল অনুষ্ঠিত ফাইনালে পেজ-হিঙ্গিস জুটি ৪-৬, ৬-৪, ১০-৮ গেমে হারান।

ম্যাচটি ১ ঘণ্টা ২৮ মিনিট স্থায়ী হয়। খবর পিটিআই’র গত বছর মার্টিনা হিঙ্গিসকে নিয়ে অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন জেতেন লিয়ান্ডার পেজ। ফরাসি ওপেন হচ্ছে তার ১৮তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়। আর মিশ্র দ্বৈতে এটা তার ১০ম শিরোপা।

অপরদিকে, হিঙ্গিসের এটা ২২তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা ও মিশ্র দ্বৈতে এটা তার পঞ্চম শিরোপা


Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 130