আজকের দিন তারিখ ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় প্রকল্পের অগ্রগতি তদারকি করবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়

প্রকল্পের অগ্রগতি তদারকি করবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ৬:৩৪ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


Muhitকাগজ অনলাইন প্রতিবেদক: আগামী অর্থবছরের প্রথম দিন ১ জুলাই থেকে অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয় যৌথভাবে সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি তদারকি করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার বিকেলে সচিবালয়ে অর্থমন্ত্রীর নির্বাচনী এলাকা সিলেটের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বৈঠকে জাতিসংঘের বাংলাদেশের প্রাক্তন স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের প্রাক্তন মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান প্রমুখ উপস্থিত ছিলেন।