Warning: file_put_contents(/data/wwwroot/dinersheshey.com/wp-content/plugins/covid-19-bangladesh-live/data/districts.json): failed to open stream: Permission denied in /data/wwwroot/dinersheshey.com/wp-content/plugins/covid-19-bangladesh-live/covid-19-bd-live.php on line 103
পোশাকে ৩৫% থাকছে করপোরেট কর - Diner Sheshey পোশাকে ৩৫% থাকছে করপোরেট কর - Diner Sheshey
Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 124
আজকের দিন তারিখ ২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য পোশাকে ৩৫% থাকছে করপোরেট কর

পোশাকে ৩৫% থাকছে করপোরেট কর


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ৬:৪২ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


4কাগজ অনলাইন ডেস্ক: ব্যবসায়ীদের দাবি উপেক্ষা করে তৈরি পোশাকশিল্পের করপোরেট করের হার ৩৫ শতাংশ রাখার প্রস্তাব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তাই আগামী ২০১৬-১৭ অর্থবছরে ঠিক থাকতে পারে পূর্বের নির্ধারিত হারে করপোরেট কর আদায়।

সম্প্রতি এ সংক্রান্ত প্রস্তাবনা অর্থমন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখানকার অনুমোদন সাপেক্ষে আগামীকাল বৃহস্পতিবার ঘোষিতব্য বাজেটে আগের নির্ধারিত করপোরেট কর ঠিক থাকতে পারে। এনবিআর সূত্র বাংলামেইলকে এসব তথ্য নিশ্চিত করে।

সূত্রটি জানায়, চলতি অর্থ বছরের চাইতে আগামী অর্থবছরে বিপুল পরিমান রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা নিয়ে নামছে এনবিআর। তাই এবারে করের আওতায় বাড়ানোসহ সুবিধা অনুযায়ী কর হারও বাড়ানো হচ্ছে। তবে এবারে ব্যবসায়ীদের কথা ভেবে করপোরেট কর না বাড়িয়ে আগের ৩৫ শতাংশ কর হার ঠিক রাখার প্রস্তাব করা করা হয়েছে।

অপরদিকে তৈরি পোশাকশিল্পের এ করপোরেট কর ৩৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশের পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।

গত ১৯ এপ্রিল সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান এনবিআরের কাছে প্রস্তাব উপস্থাপনায় বলেন, ‘তৈরি পোশাকশিল্পে আগে হ্রাসকৃত ১০ শতাংশ হারে কর দিতে হতো। যা ২০১৪ সালের ৩০ জুন পর্যন্ত অব্যাহত ছিল। পরবর্তীতে ৩৫ শতাংশ হারে কর দিতে হচ্ছে পোশাকশিল্প প্রতিষ্ঠানের। বিশ্ববাজারে এ খাতকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে ও বিনিয়োগ বাড়াতে এ কর আবারও ১০ শতাংশে নামানোর প্রস্তাব করছি।’


Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 130