আজকের দিন তারিখ ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় পুলিশের মনোবল ভেঙে দিতেই মিতু হত্যাকাণ্ড : স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের মনোবল ভেঙে দিতেই মিতু হত্যাকাণ্ড : স্বরাষ্ট্রমন্ত্রী


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ৬:৪৯ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


Kamalকাগজ অনলাইন প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশের মনোবল ভেঙে দিতে জঙ্গিরা পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাদের ধারণা পুলিশের কাউকে হত্যা করলেই জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে পুলিশের মনোবল ভেঙে যাবে।

রোববার বিকেলে নগরীর জিইসি মোড়স্থ হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে ইকুইটি সেন্ট্রিয়াম ভবনে পুলিশ সুপার বাবুল আক্তারের বাসায় এক ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, এতে করে পুলিশের মনোবল ভাঙবে না। কারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, কারা জড়িত তদন্ত করে বের করা হবে। শিগগিরই মিতুর হত্যাকারীদের ধরা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাবুল আক্তার একজ সাহসী, সৎ, মেধাবী ও পরিশ্রমী কর্মকর্তা। তিনি জঙ্গিদের আতঙ্ক হয়ে দেখা দিয়েছিলেন। তার কাজের মূল্যায়ন হিসেবে তিনি সম্প্রতি পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছিলেন। এমন একজন কর্মকর্তার মনোবল ভেঙে দিতে এবং জঙ্গিবিরোধী অভিযান নস্যাৎ করতেই এই হত্যাকাণ্ড ঘটনানো হয়েছে।